চুরির অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ জুন:

মানিকগঞ্জের পশ্চিম দাশড়া এলাকায়   একটি চুরির ঘটনার থানায় অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া মালামাল ও আসামীসহ   আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে।

মানিকগঞ্জ সদর থানায় এসআই মো. টুটুল উদ্দিন ঘটনার সাথে জড়িত মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

মানিকগঞ্জ সদর সার্কেল  ভাস্কর সাহা (পিপিএম) বলেন, গেল ৩১ মে রাত অনুমানিক ১ দিকে মানিকগঞ্জ পৌরসভা পশ্চিম দাশড়া এলাকায় নার্গিস আনোয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জসিম উদ্দিনের ঘরে চুরি সংঘটিত হয়।  এসময় চোর তার ঘর থেকে নগর ৯ হাজার ৫শত টাকা এবং ভিভো কোম্পানির বিভিন্ন মডেলের সাতটি  স্মার্ট মোবাইল সেট সহ প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের জিনিস চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় বৃহস্পতিবার (৩ মে ) মো. জসিম উদ্দিন অজ্ঞাতনামা আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দাখিল করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলি খান বলেন, অভিযোগটি হাতে পেয়ে মামলা নিয়ে বিষয়টি তদন্ত শুরু করি।

মানিকগঞ্জ সদর থানার এসআই মো. টুটুল উদ্দিন  ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাস স্টান্ড পুরাতন টার্মিনাল থেকে আসামি মো. আনোয়ার হোসেন (৩০) এবং চুরি যাওয়া আলামত নগদ দুই হাজার টাকা ভিভো কোম্পানির ৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

মানিকগঞ্জ সদর সার্কেল  ভাস্কর সাহা (পিপিএম) বলেন, আমাদের ফোর্স সততার সাথে কাজ করেছেন বলেই অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই আসামী, মালামাল, টাকা উদ্ধার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুন ২০২১।

আরো পড়ুুন