সাটুরিয়া প্রতিনিধি, ২১ অক্টোবর.
মানিকগঞ্জের সাটুরিয়ায় মেডিকেল অ্যাসিষ্ট্যান্ট টেনিং স্কুল (ম্যাডস) এর সাধারণ শিক্ষার্থীরা চার দফা দাবীতে অনিদিষ্টিকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে।
সোমবার দুপুরে সাটুরিয়া প্রেসক্লাবের সামনে ক্লাস বর্জন করে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সংযোজন চাই। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেথে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টারশীপ চাই। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চাই। আর্ন্তজাতিক মানদন্ড ও বিএম এন্ড ডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ চাই।
শিক্ষার্থী মো. নাজমুল হাসান বলেন, সারাদেশে সাধারণ ম্যাডস শিক্ষার্থীরা ঐক্য পরিষদের মাধ্যমে চার দফা দাবী আদায়ের ডাক দিয়েছে। আমাদের দাবী না মানলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।
শিক্ষার্থী সেতু আক্তার বলেন, আমাদের নায্য চার দফা দাবী মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। তা না হলে আন্দোলন আরো বেগবান করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ অক্টোবর ২০২৪।