চার্জার ফ্যান ও লাইট অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই দোকানীকে অর্থদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জুলাই:

মানিকগঞ্জে চার্জার ফ্যান ও লাইট অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পৌর মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রয়!! ক্রেতা সেজে অভিযান, হাতেনাতে ধরা দুই প্রতিষ্ঠান ; জরিমানা ১৫,০০০ টাকা।

আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার ঘোষিত লোডশেডিং এ চাহিদা বাড়ছে চার্জার ফ্যান এবং লাইট এর। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দামে বিক্রয় করছে সংশ্লিষ্ট পণ্য। এমন অভিযোগ পেয়ে মানিকগঞ্জ পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়ক এ ক্রেতা সেজে অভিযান পরিচালনা করি।

পৌর মার্কেট এর অভি ইলেকট্রনিকস এ ৭০০ টাকার ফ্যান বিক্রয় করে ১১৫০ টাকা এবং বাসস্ট্যান্ডে আইয়ুব ইলেকট্রনিকস এ ৩৭০০ টাকার ফ্যান বিক্রয় করে ৪৪০০ টাকা। ক্রয় রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে উক্ত প্রতিষ্ঠান দুইটিকে যথাক্রমে ৭০০০ টাকা করে মোট ১৪০০০ টাকা জরিমানা ও আদায় করি। এসময় ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান কে।

অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, ক্যাব সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ ও মানিকগঞ্জ ৩৮ আনসার ব্যাটালিয়নের সদস্য।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জুলাই ২০২২।

আরো পড়ুুন