ঘিওর প্রতিনিধি, ২৮ নভেম্বর.
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজী, দখলবাজি, সংগঠন পরিপন্থী আচরণ প্রকাশ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মঞ্জুর আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিকেলে ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম শরীফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপিতে বলা হয়েছে মো.মঞ্জুর আহমেদ দীর্ঘদিন ধরে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজীসহ নানা অনৈতিক কার্যক্রম করে আসছিল। পরে দলীয় জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে তাকে জেলা ও উপজেলা কমিটিতে তাকে সঠিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ নভেম্বর ২০২০।