ঘিওর থেকে টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক সাভার থেকে গ্রেফতার

ঘিওর প্রতিনিধি, ১৯ জানুয়ারি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের ঋন ও চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলো প্রতিষ্ঠানের ক্যাশিয়ার সাভারের আশুলিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ওরফে পরশ শিকদার(৪১) এবং পরিচালক নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সম্রাট (৩৪) পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, উপজেলার বানিয়াজুরি এলাকায় সম্প্রতি ‘ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ’ নাম দিয়ে একটি অফিস খুলে ওই প্রতারক চক্র।

এরপর শতাধিক গ্রাহকের কাছ থেকে ঋন দেয়ার নামে সঞ্চয় ৫ থেকে ১০ হাজার টাকা কওে সঞ্চয় গ্রহন করে। একই সাথে এলাকার বেকার বেশ কিছু ছেলে মেয়েকে ওই প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে জামানত বাবদ টাকা আদায় করেন। সব মিলেয়ে তারা প্রায় অর্ধকোটি টাকা সংগ্র করে অফিস গুটিয়ে রাতের আধারে পালিয়ে যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীরা ঘিওর থানায় লিখিত অভিযোগ করলে, প্রতারক চক্রটি ধরতে তারা মাঠে নামেন। সোমবার রাতে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক কর হয়। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও তাদের অভিযান চলছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জানুয়ারি।

আরো পড়ুুন