ঘিওরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঘিওর প্রতিনিধি, ২৪ আগষ্ট:

ঘিওর উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কাযালয়ের যৌথ অভিযান পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে।

সোমবার দুপুরে ঘিওর উপজেলার তেরশ্রী, পঞ্চরাস্তার মোড় ও ঘিওর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার দায়ে ৮ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও  ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন।

এসময় সহযোগিতা করেন ঘিওর  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মানিকগঞ্জ ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন