ঘিওর প্রতিনিধি, ৪ জুলাই
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায মর্জিনা আক্তার (২২) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালিয়া খোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজির্না ঐ ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী।
ঘিওর থানার ওসি মোঃ রিয়াজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সাথে জরুরী কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল গৃহবধু মর্জিনা। পথিমধ্যে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করারা পর মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এসময় মোটরসাইকেল চালক স্বামী আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুলাই ২০২১।