ঘিওরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ঘিওর প্রতিনিধি, ২৪ নভেম্বর

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় বাসের চাপায় খোরশেদ আলম নামে (৬৫) এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাস্তা পাড় হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাসেরর চাপায় তিনি আহত হন। পরে সাভারের এনাম ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের কলাসি গ্রামের বছির উদ্দিনের ছেলে।

৩ নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী জানান, দুপুরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখে তিনি সদর উপজেলা পরিষদে যাবার জন্য গিলন্ড বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। রাস্তা পাড় হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্নু হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম হাসপাতালে পাঠানে হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, রাত ১০ টায় তার মরদেহ বাড়িতে আনা হয়। বুধবার সকাল ১০ টায় জানাযা শেষে তাকে স্থানীয় কবরাস্থানে দাফন করা হবে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন