ঘিওরে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

শরিফুল ইসলাম, ২০ জুন: 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী ” গাছ লাগাও পরিবেশ বাঁচাও ”এই স্লোগানকে সামরে রেখে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় এর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঘিওর উপজেলা যুবলীগ।

 

শনিবার সকালে ঘিওর উপজেলা  দলীয় কার্যালয় প্রাঙ্গণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয় । এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি সাঈদ রিপন, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ বাবু, অর্থ সম্পাদক খোকন মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আজম খানসহ আরও অনেকে।

 

ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের  বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপির পক্ষ থেকে করোনার ‘মহামারিতে অল্প সংখ্যক কর্মী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই  কর্মসূচি পালন করছি।

 

মানিকগঞ্জ২৪/  শ. ই/ হা.ফ/ ২০ জুন ২০২০।

আরো পড়ুুন