ঘিওর প্রতিনিধি, ১০ মে:
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার সুহেল (২৫) এবং মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার নূরে আলম (৩৫)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের পুখুরিয়া থেকে মরদেহটি দুইটি উদ্ধার করা হয়।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, দুর্ঘটনার ধরন দেখে মনে হচ্ছে নিহতরা ঈদ করতে ঢাকা থেকে মাগুরায় যাচ্ছিলেন। আর বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মরদেহটি দুইটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ মে ২০২১।