ঘিওরে বিট পুলিশিং কার্যক্রম শুরু

ঘিওর প্রতিনিধি, ২০ জুন:

মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে ঘিওর ইউনিয়ন পরিষদের হল রুমে অফিস উদ্বোধন করেন  থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম।

বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ঘিওর থানা ওসি আশরাফুল আলম বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, বিট পুলিশিং কার্যক্রম শুরু হওয়ায় সাধারন জনগন খুব সহজেই পুলিশি সেবা পাচ্ছেন। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম থাকার ফলে সেসব জটিলতা খুব সহজেই নিরসন হবে।

এসময়উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোহাব্বত খান, এস আই আব্দুস ছালাম, এস আই রবিউল ইসলাম, ঘিওর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রশিদ বেপারী, উপজেলা আওয়ামীলীগ নেতা তারা বেপারী, ইউপি সদস্য নূরুল ইসলাম, মোঃ লাভলু বেপারী, আব্দুল জব্বার, আব্দুর রহিম কাজী প্রমুখ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২০।

আরো পড়ুুন