ঘিওরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ঘিওর প্রতিনিধি, ১০ জুলাই

জেলার ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার সকাল ১১ টায় মারাত্নকভাবে আহত হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত মোটর সাইকেল আরোহী মাহিন খান (১৯) ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামের মো. মৃত আবুবকর খান মজনুর ছেলে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মহাদেবপুর ব্রিজের কাছে বড় ধুলন্ডী এলাকায় ঢাকাগামী দূরপাল্লার গোল্ডেন লাইনের বাসের সাথে নিহত মাহিন খানের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাহিন খান আহত।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে স্বজনরা তাঁকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুলাই ২০২০।

আরো পড়ুুন