ঘিওর প্রতিনিধি, ১ ডিসেম্বর
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় পুলিশ বক্সের সামনে বাস চাপায় সাইফ নামে (১৮) এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাস্তা পাড় হওয়ার সময় পাটুরিয়াগামী ‘সাকুরা পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। ঘটনা স্থলেই তিনি মারা যান।
নিহত সাইফ বানিয়াজুরি ইউনিয়নের শুলধারা গ্রামের কুরমান আলীর ছেলে। সাইফ স্থানীয় একটি গ্রীলের দোকানে কাজ করত।
ঘিওর থানার এসআই আজাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাইফ পুখুরিয়া এলাকায় পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পাড় হবার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো গ ১১-৯২০৩) বাসটি রং সাইড দিয়ে এসে তাকে ধাক্কা দেয়। এবং ঘটনা স্থলেই সাইফ মারা যায়।
তিনি আরো জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২০।