ঘিওর প্রতিনিধি, ৬ আগস্ট:
জেলার ঘিওরে কারেন্ট (রাক্ষোস) জালে জড়িয়ে আবির (৮) নামের এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে দূর্ঘটনা ঘটে।
নিহত আবির পুটিয়াজানী গ্রামের মো. লাভলু মিয়ার পুত্র। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র ছিল।
বিষয়টি ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার নিশ্চিত করছেন।
এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আসার পরপরই পুটিয়াজানী গ্রামে খালের উপর ব্রীজের নিচে স্থানীয় মো. লেবু মিয়া জেলেদের নিকট রাক্ষুসে ঝাল পেতে মাছা ধরার চুক্তি করেন। আবির সেখানে গোসল করতে গেলে পানির স্রোতের টানে জালের ভিতর আটকে গিয়ে মারা যায়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ আগস্ট ২০২০।