ঘিওরে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

ঘিওর প্রতিনিধি, ১৫ জানুয়ারি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বানিয়াাজুরী ইউনিয়নর রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদহ উদ্ধার করা হয়।

রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল পৌনে আটটার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করে মরদেহ ফেলে চলেগেছে। এমন সংবাদ পাওয়ার পর সকাল ১০টার দিকে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করি। এঘটনায় ঐ গৃহবধুর কাজের মহিলা সাইদা বেগম (৩৮) ও কাজের মহিলার স্বামী মো. হালিম (৪৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে ।

নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, স্ত্রীকে বাড়িতে রেখে তিনি সকাল সাতটার দিকে কাঁচা বাজার করতে বাজারে যাই। সকাল আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখে চিৎকার দেইঅ।। কে কারা আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বুঝতে পারছি না।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জানুয়ারি ২০২৫।

আরো পড়ুুন