ঘিওরে কারেন্ট জাল বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে অর্থদন্ড

ঘিওর প্রতিনিধি, ১২ আগষ্ট:

মানিকগঞ্জের ঘিওরে অভিযান কারেন্ট জাল বিক্রির দায়ে ৬ জন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস অফিসের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে ঘিওর বাজারে অভিযান চালিয়ে দুই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ জনকে আটক করে।

পরে বুধবার বিকালে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জন জাল ব্যবাসায়ীকে ৫ হাজার করে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন।

অর্থদন্ডের পাশাপাশি ২ লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলেন।

এসময় ঘিওর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ ঘিওর থানা পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন