শিবালয় প্রতিনিধি, ২৬ জানুয়ারী
ঘনকুয়াশার কারনে ৭ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১০ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।
বিআইডব্লিটিসি‘র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত কওে বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পরলে সোমবার দিবাগত রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ৭ ঘন্টা বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের সংখ্যা দীর্ঘ হচ্ছে। এদিকে কুয়াশার কারনে যাত্রী ও পরিবহণ নিয়ে মাঝ নদীতে নোঙর করা ২টি ফেরি পারে এসে পৌছেছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের সর্বশেষ খবর অনুযায়ী, ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটেই যানজটের সৃষ্টি হয়েছে। দূর্ভোগে পড়েছে আটকে থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ২ শত পণ্য বোঝাই ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। যাত্রীবাহী কোচ ও ছোট গাড়ি ঘাটে আসামাত্র ফেরিতে উঠতে পারছে। এ নৌরুটে ছোট-বড় ১৬ টি ফেরি চলাচল করছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জানুয়ারি ২০২১।