খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে: মির্জা ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ ডিসেম্বর:

বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে মন্তব্য করেছেন, বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মঙ্গলবার বিকালে দিকে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজীত বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, বেগম খালেদা জিয়া এখনও বন্ধি আছেন, শুধু গণতন্তের জন্য, যখন ডাক্তারা তাকে বিদেশে চিকিৎসা নিতে বলছেন, তখন ভিনা ভোটের সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলে তাদের ক্ষমতার মসনদ থাকবে না, তাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। অথচ তাকে ৪০১ ধারায় বিদেশে পাঠাতে পারেন।

তিনি আরো বলেন. বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সংবাদ পত্রের স্বাধীনাতা দিয়েছিলেন, তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর সেই গণতন্ত্র শেখ হাসিনা ধ্বংস করেছেন। মার্কিন যুক্ত রাষ্ট আজ আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। সাবেক সেনা প্রধানের ভিষা বাতিল করেছণ। আওয়ামী লীগের নেতাদের ভিসা বাতিল করছেন। অর্থাৎ বাংলাদেশে এখন আর গণতন্ত্র নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, বাংলাদেশ এখন অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করছেন, জনগণের উপর নির্যাতন করে, জনগণকে নিপিরণ করে এই সরকার। আওয়ামী লীগ নেতারা ৪ লক্ষ ২৬ হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছেন। অ্যমেরিকা বলছেন, তোমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনো, তা না হলে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে।

 

তিনি আরো বলেন, এ সরকার নির্বাচন দেখে ভয় পায়, কারন ভোট চোর। তাই তারা এখন রাজনৈতিক দলগুলিকে ডাকা ডাকি করছে। আস আমরা আরেকটি নির্বাচন করি। ২০১৪ সালে কি ভোট ছাড়া ১৫৪ এমপি বানালে, আবার ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই সব ভোট দখল করে নিছে, পরের দিক কেউ আর ভোট দিতে পারেন নাই। তখনও আপনারা একটা সংলাপ করেছিলেন, তার আগেও করেছিলেন। এখনও আবার সংলাপ করতে চাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা পরিস্কার করে বলতে চাই, এ সংলাপ অর্থহীন। এ সংকট এ সংলাপে সমাধান হবে না, এ সরকার না হটিয়ে, সরকার পবিরর্তন না হলে তাদের সাথে বা রাষ্টপ্রতির সাথে কোন ব্যার্থ সংলাপ করে লাভ নেই। তাই পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, কেন্দ্রীয় বিএনপি নেতা মইনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এ জিন্নাহ খানসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ ডিসেম্বর ২০২১।

আরো পড়ুুন