খাজনা তোলাকে কেন্দ্র করে দুই যুবলীগ নেতাকে মারধর

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম হাট বাজারের খাজনা তোলাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দরগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে উপর হামলা করে ঠান্ডুমিয়া।

সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীনূর বকস রতন বিষয়টি নিশ্চিত করে  বৃহস্পতিবার বিকালে বলেন, দরগ্রাম বাজারের চলতি বছরে ইজারা পান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

গতকাল বুধবার দুপুরে একটি দোকানের সামনে তরমুজ বিক্রেতার কাছ থেকে খাজনা তোলাকে কেন্দ্র করে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ঠান্ডু মিয়ার সাথে কথা কাটাকাটি হলে উভয়পক্ষ মারমুখি হয়ে উঠে। পরে দরগ্রাম ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াকে মারধর করলে যুবলীগ নেতা আ. খালেকও মারধর করা হয়।

এক পর্যায়ে যুবলীগ নেতা আব্দুল খালেকের নাক মুখ দিয়ে রক্ত বের হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে সাটুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। স্থানীয় আওয়ামীলীগ নেতারা অভিযোগ করে বলেছেন মো. ঠান্ডুমিয়ার নির্দেশে যুবলীগ নেতাদের উপর হামলা করা হয়।

এ বিষয়ে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ঠান্ডু মিয়া বলেন, যে জায়গায় তরমুজ বিক্রি করা হচ্ছে সে জায়গা স্কুলের আওতাধীন। সেখানে গিয়ে যুবলীগের নেতা আব্দুল খালেক খাজনা চান। তাকে খাজনা না দিলে আর এখানে বসতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ নিয়ে কথা কাটাকাটি ও খাজনা বেশি দাবাী করলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পরলে স্থানীয়া যুবলীগ নেতাদের উপর হামলা করে বলে তিনি জানান।

সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তা বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সাটুরিয়া থানার ওসি তদন্ত (চলতি দায়িত্বে) মানবেন্দ্র বালো বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বলেন, এ বিষয়ে ঘটনার একদিন পার হলেও এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ এপ্রিল ২০২৪।

আরো পড়ুুন