করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়, মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ ডিসেম্বর:

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়, কিন্তু এটি ছড়ায় বেশী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে “মুক্তিযুদ্ধের বিজয় মেলার” উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে আছে, কিন্তু চলে যায় নি। যারা চায়না বা অন্য দেশ থেকে আসে তারের যেন এন্টিজেন্ট টেষ্ট করা হয়, তার ব্যবস্থা অমর নিয়েছি। আমরা হাসপাতালগুলোকেও তৈরী রেখেছি। চায়না থেকে আসা কিছু লোকের দেহে আমরা করোনার উপসর্গ পেয়েছি, কি ধরনের ভ্যারিয়েন্ট তা জানতে সময় লাগবে। আমরা তাদের ৮ জনকে হাসপাতালের আইসোলেশনে রেখেছি। ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত তারা আইসোলেশনে থাকবে।

জাহিদ মালেক আরো বলেন, যারা এখনও করোনা ভ্যাকসিন বা বোস্টার ডোজ নেন নি। তারা দ্রুত ডোজ নিয়ে নিন। সেই সাথে মাস্ক নিয়মিত পড়তে হবে সবাইকে। কারন যে কোন সময় আবার করোনা ভাইরাস বৃদ্ধি পেতে পারে।

এসময় বিজয় মেলার আহ্বায়ক,জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহ্উীদ্দীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ ডিসেম্বর ২০২২।

আরো পড়ুুন