সাটুরিয়া প্রতিনিধি, ১৭ ডিসেম্বর:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। শেখ হাসিনার নের্তৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা।
তিনি বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া চামুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে তারা শায়খ আব্দুর রহমান সৃষ্টিকারী গোষ্টি, গ্রেনেড হামলা করেছে। স্বাধীনতা যুদ্ধে মা বোনদের ইজ্জত হরণ করেছে। বিশ্ব খাদ্য সংস্থা আশংকা করছেন , এই করোনায় সামনের বছরে বিশ্বে ২ শত কোটি মানুষ খাবারের অভাবে পড়তে পারে। কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ খাবারের অভাবে পড়বে না।
জাহিদ মালেক আরো বলেন, করোনায় আমেরিকার একটি জায়গায় ৩ লক্ষ, ভারতে দেড় লক্ষাধিক মানুষ, ইউরোপের প্রতিটি দেশে ৫০- ৬০ হাজার লোক মারা গেছে । অথচ আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ মারা গেছে। যা বিশ্ববাসী প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, দেশে ততদিন উন্নয়ন হবে। দেশে মেট্রো রেল, পায়রা বন্দর, চট্রগ্রামের টানেল নির্মাণ এগিয়ে চলছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকারসহ আরও অনেকে।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এর অধীনে উপ- প্রকল্প গ্রামীণ অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন, সাটুরিয়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ নির্ণয়ের জিন এক্সপোর্ট মেশিন এর শুভ উদ্বোধন, ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা একাডেমিক ভবন এবং সাটুরিয়া জিসি নয়াডিংগি- ঢাকা- আরিচা হাইওয়ে ভায়া মহিষালোহা রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ভারস্কর সাহা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশারাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ ডিসেম্বর ২০২০।