করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ জুলাই:

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রামকৃষ্ণ (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি।

২৫০ শয্যা হাসপাতালের করোনা বিভাগের নার্স তাহমিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
তিনি রামকৃষ্ণ ঢাকার ধামরাই উপজেলার বাথুলী বেলিশ্বর এলাকার মৃত গোপালের ছেলে।

রামকৃষ্ণ করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ভোরে হাসপাতালে আসলে তাকে করোনা আইসলোসন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তার মৃতদেহ তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২০।

আরো পড়ুুন