করোনার সময় ইমামগণ সামনে থেকে কাজ করেছেন- ইসলামিক ফাউন্ডেশনের ডিজি

সাটুরিয়া প্রতিনিধি, ২৭ আগষ্ট:

ইসালিমক ধফাউন্ডেশনরে মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান বলেছেন, করোনার সময় সারা বাংলাদেশের মসজিদের ইমামগণ সামনে থেকে কাজ করেছেন। সরকারী সকল সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে দ্রুত জনগণের মাঝে পৌছে দেওয়া হয়েছে।

তিনি শনিবার বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলা অডিটরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা শাখার শিক্ষক, কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসালিমক ফাউন্ডেশনরে মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান বলেন, করোনা চলাকালীন সময়ে মসজিদে নামাজ সিমীত করা, দুরত্ব বজায় রেখে নামাজ আদায়, ভ্যাকসিন দিতে উৎসাহ দেওয়া। সবই মসজিদের ইমামগণ করেছেন। মনে পড়ে সে দিনের কথা, রোজা থেকে ভ্যাকসিন দেওয়া যাবে না গুজব উঠে। তখন আলেমদের সাথে বৈঠকে সিদ্ধান্ত হল রোজা রেখে ভ্যাকসিন দেওয়া যাবে। তখন আপনারা খোতবার সময় মুসুল্লিদের বুঝালেন। আর মানুষ ভ্যাকসিন দেওয়া শুরু করল। আপনাদের মাধ্যমে শুদু শুক্রবাররই ৫-৬ কোটি মানুষের মাঝে বার্তা পৌছানো সম্বব।

ড. মো. মুশফিকুর রহমান আরো বলেন, মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রম দেশের স্বার্থেই ৭ম পর্যায়ে প্রকল্প চলছে। এ প্রকল্পটি বাংলদেশের প্রথম । শুরু হওয়ার পর আর বন্ধ হয়নি। এ ইসলামিক ফাউন্ডেশনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন। আসুন তিনি যে স্বপ্ন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন আমরা তার স্বপ্ন যথা যথ বাস্তবায়ন করি।

ড. মো. মুশফিকুর রহমান বলেন, ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকগণ সারা বাংলা দেশে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে আলো ছড়াচ্ছেন। শিশুদের মানবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিয়ে গড়ে তোলছেন।

এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ বাবু, মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, টাঙ্গাইলের উপ পরিচালক মোহাম্মদ আলী, ইফামার ফিল্ড অফিসার মুহাম্মদ মোরসাল, মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম, ফিল্ড সুপার ভাইজার মোঃ দেলোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা মো. হাবিবুল্লাহসহ আরও অনেকেই।

সভায় মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের সাধারণ কেয়ারটেকার, ১২০ জন শিক্ষকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অংশ গ্রহণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ আাগষ্ট ২০২২।

আরো পড়ুুন