কচ্ছপ গতিতে চলছে উদ্বার অভিযান, সাড়ে ৯ ঘন্টায় ২ টি ট্রাক উদ্বার হামজার

হাসান ফয়জী, পাটুরিয়া থেকে, ২৯ অক্টোবর.
পাটুরিয়ায় সাড়ে ৯ ঘন্টায় দুটি ট্রাক উদ্বার।
ধীর গতিতে উদ্বার কার্যাক্রমে ক্ষোভ ট্রাক চালক ও মালিকদের। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে ৩য় দিনের মত উদ্বার অভিযান শুরু করলেও বিকাল ৪ টা পর্যন্ত সাড়ে ৯ ঘন্টায় উল্টে যাওয়া রো রো শাহ আমানত ফেরিব ভিতরে ডুবে থাকা মাত্র ২ টি ফেরি উঠাতে সক্ষম হন।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি ট্রাক ও কয়েকটি মটর সাইকেল নিয়ে গত বুধবার সকাল পোনে দশটার দিকে  উল্টে যাওয়া আমানত শাহ নামের ফেরিটি। গণমাধ্য কর্মীদের বার বান বলা হচ্ছিল  উদ্ধারের জন্য প্রত্যয় নামে উদ্ধারকারী জাহাজ আসছে।
কিন্তু ঘটনার তিন দিনের মাথায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিক প্রত্যয় আসবে না বলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানিয়ে দেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।
প্রত্যয় না এসে  উদ্ধারকাজে মুন্সিগঞ্জ থেকে আজ সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌছানোর কথা জানান।
তৃতীয় দিনের মতো সকাল থেকে বিআইডব্লিউটিএ’র হামজা ক্রেন দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল, কোস্ট গার্ডে, নৌপুলিশ, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকর্মীরা।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন,  ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে প্রত্যয় জাহাজটি দুর্ঘটনা কবলিত জায়গায় আসতে পাশে যে পরিমাণ পানি থাকার দরকার সে পরিমাণ পানি নেই এখানে। তাছাড়া উদ্বার কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। তাই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্বান্ত নেই প্রত্যয়ের বদলে রুস্তম আনার।
অগ্রাধিকারের ভিত্তিতে নিখোজ যানবাহন উদ্বার করা হবে।  এর পর ফেরির উদ্ধারের বিষয়ে সিদ্বান্ত নেওয়া হবে। যেহেতু আমাদের ফেরি উদ্বারের সক্ষসতা নেই জাহাজগুলির। প্রয়োজনে  সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে।
ডুবে যাওয়া ট্রাকের মালিক সবুজ বলেন, ঘটনার প্রথম দিনই আমার ট্রাকটি উদ্বার করে নদীর তীরে নিয়ে রাখছে। ৩ দিন হয়ে যাচ্ছে আমাদের ট্রাক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ঘাটে নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে আছি।
আরেক কাভার্ড ভ্যান চালক শাজাহান বলেন, আমার গাড়িটা বিকাল সাড়ে ৪ টার দিকেও উদ্বার করতে পারেনি। প্রত্যয় আসার কথা ছিল, আসেনি। শুনতাছি রুস্তম আয়ব। তারও কোন দেহা নাই।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, ডুবে থাকা বাকী ৩  ট্রাকগুলোকে শনাক্ত করা হয়েছে। পলি মাটি পড়ে যাওয়ার কারণে সময় একটু বেশি লাগছে। আজকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ২ টি ট্রাক সহ তিনদিনে ১১ টি ট্রাক ও ১ টি মটর সাইকেল উদ্বার করা হল।
 মানিকগঞ্জ জেলা প্রশাসক তৃতীয় দিনে ঘটনা স্থলে পরিদর্শন করে বলেন, আজকেও কোনো হতাহতের খবর পাওয়ানি। জেলা প্রশাসনের তদন্ত টিম কাজ শুরু করেছেন। ধীরগতিতে উদ্বার ও যানবাহন হস্তান্তরের বিষয়ে বলেন, পানির নিচ থেকে যানবাহন উঠানো কষ্ট সাধ্য ব্যাপার। অতি সতকর্তার সাথে কাজ করায় সময় লাগছে। তাছাড়া মালিকানার বিষটি যাচাই বাছাই করে পরিবহন হস্তান্তর করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টেবর ২০২১।
আরো পড়ুুন