মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ মে:
ঈদসহ বিভিন্ন উৎসবে কিছু চক্র প্রাইভেটকার ভাড়া করে যাত্রী সেজে পাশের যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা ওদের পেশা। ব্যবহৃত প্রাইভেট কার, লুন্ঠিত টাকা, স্টিলের পাইপ ও রশি দড়িসহ এমন চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ পুলিশ।
সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি লকডাউন দুরপাল্লার বাস বন্ধ রয়েছে। ঈদ ঘরমুখো মানুষ যার যার কর্মস্থল থেকে প্রাইভেটকার, মটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন উপায়ে বাড়ি ফিরছেন। এ সুযোগে এসব মৌসুমকে সামনে রেখে প্রাইভেটকার, মাইক্রো, হাইস ভাড়া নিয়ে তুলনা মূলক কাম ভাড়া চেয়ে মহাসড়ক থেকে যাত্রী তুলে নেন চক্রটি। পরে সুযোগমত হাত পা বেঁধে চালায় অবর্ণনীয় শারীরিক নির্যাতন! পারিবারিক সক্ষমতা অনুযায়ী তাদের পরিবাররের নিকট দাবি করে মুক্তিপণ বা চাঁদা!
কাঙ্ক্ষিত টাকা (চাঁদা) বিকাশের মাধ্যমে পরিশোধ হলে তবেই মুক্তি মেলে এই সব ঘটনার ভিকটিমদের। তাদের ফেলে দেয়া হয় মহাসড়কের কোনো নির্জন স্থানে।
সম্প্রতি এমনই এক ঘটনার মো. ফারুক হোসেন (৪৩) এক যাত্রী প্রতারিত হয়ে আসেন মানিকগঞ্জ থানায়। অভিযোগকারী শিক্ষক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে উঠেন। উঠার পরপরই পাশের সিটে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে মারধর শুরু করে দাবি করে লক্ষাধিক টাকার।
পৃথক দুটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পরিশোধের পরই তার মুক্তি মেলে। তাকে রাজবাড়ী না নিয়ে গাবতলিতে তাকে নামিয়ে দেয়া হয়। ওই ঘটনার অভিযোগ পেয়ে দ্রু মামলা রুজু করে মানিকগঞ্জ থানা পুলিশ। পরে এ ঘটনায় চারজননকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের অভয়নগর এলাকার মৃত মোস্তাহিন শেখের ছেলে মো. আবুল বাশার (৪২), নড়াইল লোহাগড়া উপজেলার জব্বার শেখের ছেলে মো. আলীম হোসেন শেখ (৩৫) ও পাবনা জেলার সুজানগর উপজেলার ইন্তাজ প্রামাণিকের ছেলে বাবর আলী বাবু (৩২)। প্রত্যেকই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
যশোরের অভয়নগর এলাকার মৃত মোস্তাহিন শেখের ছেলে মো. আবুল বাশার (৪২), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর পুত্র রিয়াজ কাজী (৩২), পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালি এলাকার জব্বার শেখের পুত্র মো. আলীম শেখ (৩৫) এবং একই উপজেলার উদয়পুর এলাকার ইনতাজ পারামানিক এর পুত্র মো. বাবর আলী বাবু (৩২)
এসময় চার চক্রসহ তাদের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার, লুণ্ঠিত টাকা, স্টিলের পাইপ ও রশি দড়ি উদ্ধার করা হয়। ৪ জনই দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন মহাসড়কে এধরনের অপরাধ করে আসছে স্বীকার করেছেন।
মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, কম ভাড়া পেয়ে অথবা কোন অবস্থাতেই অননুমোদিত যানবাহন ও অপরিচিত কারো গাড়িতে ভ্রমণ করবেন না। আটকদের আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ মে ২০২১।