মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ অক্টোবর:
প্রাথমিকভাবে ৩০ লাখ এবং পরে এক কোটির অধিক শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদ নামের এক শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন কাযক্রম উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন ভ্যাকসিন উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, আমরা চাই স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে থাকুক, সেই জন্য আজকে ফাইজার টিকা ট্রায়াল করা হল। এ টিকা এমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে। অল্প দিনের মধ্যেই সারা দেশের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা পিতা- মাতা আগে চিন্তায় থাকত। তাদের সন্তানরা যদি করোনায় আক্রান্ত হয়। কিন্তু এই টিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে।
তিনি আরো বলেন, টিকা নেবার পাশা- পাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে। টিকা আপনাকে সুরক্ষা দিলেও করোনায় আক্রান্ত হতে পারেন। সে জন্য সবাইকে মাস্ক পড়েই কাজ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আপনারা জানেন, প্রধানন্ত্রীর সরাসরি তত্বাবধানে বর্তমানে করোনা সংক্রমনের হার ২ দশমিক ৪, মৃতুূর হারও ১০-২০ মধ্যে আছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ১ম এবং বিশে^ ২৬ তম রাষ্ট্র হিসেবে অবস্থান করছেন।
পরে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে এক আলোচানা সভায় প্রাধন অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
মানিকগঞ্জ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ সদর উপজেলার ৪ টি বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রদান করা হয়। চারটি বিদ্যালয়ের মধ্যে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন ও আলহাজ জাহিদ মালেক উচ্চ বিদ্যালয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০ জনকে টিকা দেওয়া হল।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ,বি, এম খুরশীদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খানসহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ অক্টোবর ২০২১।