সাটুরিয়া প্রতিনিধি, ২ মে:
দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে উপজেলার ঐতিহাসিক সাটুরিয়ার হাটে আগত পথচারীদের মধ্যে শরবত, পানি বিতরণ করছে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহাজাহান আলী সাজু।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে উপজেলার ঐতিহাসিক সাটুরিয়া হাটের বিভিন্ন ৫ টি পয়েন্টে পথচারীর মধ্যে শরবত বিতরণ করেন।
মানিকগঞ্জের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ ও গরমে এবং বাতাসের আদ্রতা থাকায় ঘামও হচ্ছে। এই তীব্র দাবদাহে শরবত পেয়ে অনেকেই এই তরুণ প্রার্থীর মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন।
শরবত পেয়ে অটো বাইক আলাল বলেন, ‘শরবত খেয়ে শরীরের জন্য উপকার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন অটো বাইক চালিয়ে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়। এই শরবত পেয়ে ভালো হলো।’
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহাজাহান আলী সাজু বলেন, বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়ায় সারা দেশের ন্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন। আর সাটুরিয়া হাটে এ উপজেলার ৯টি ইউয়িন ছাড়াও ঢাকার ধামরাই, মানিকগঞ্জ সদর, টাঙ্গালেইর মির্জাপুরসহ অন্তত শতাধিক গ্রামের মানুষ এ হাটে সমাগম হয়। হাটে আগতদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নিয়েছি। দুপুর থেকে শরবত বিতরণ শুরু হয়ে চলবে সন্ধা পর্যন্ত। আবহাও এমন থাকলে আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে এ সপ্তাহে সাটুরিয়ার কোথায় কোথায় ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছিল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মে ২০২৪।