উন্নয়ন ঢেকে রাখা যায় না- সাটুরিয়ায় জাহিদ মালেক

সাটুরিয়া প্রতিনিধি, ৯ জুলাই:

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, উন্নয় ঢেকে রাখা যায় না। এই যে মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ নির্মাণ, সাটুরিয়ায় ফায়ার সার্বিসসহ বিভিন্ন উন্নয়ন বিগত সময়ে হয়েছে। এগুলি কি ঢেকে রাখা যাবে। দৃশ্যমান কাজ বলে দিবে আমরা কি করেছি। তাই উন্নয়ন নিজেই কথা বলে।

মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরেন।

জাহিদ মালেক আরো বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানগন মিলিত ভাবে কাজ করতে হবে, জনগণের স্বার্থ সবার উপরে রাখতে হবে। আপনারা সমন্নয় করে কাজ করলে, আমার সযযোগীতা থাকবে। নইলে পাবেন না। আপনারা মুখে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে যোগ্য নেতা। যে দলই করুন কেন, ভাল কাজ করলে ভোট পাবেন পূনরায়। নইলে ছিটকে পরবেন।

তিনি আরো বলেন, করোনার সময় আমরা কাজ করার সুযোগ ছিল। অনেকেই বলে ছিল, বাংলাদেশে প্রতিদিন ৫ হাজার লোক মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে করোনা নিয়ন্ত্রণে আমারা এশিয়ায় প্রথম হয়েছে। বিশে^ আমরা ৭ম হয়েছি। সকলকে বিনামূলে ভ্যাকসিন দিয়েছি।

নব নির্বাচিত সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, বিদায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল, বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ধলা, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলি নুর রতন বক্স, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, কৃষি কর্মকর্র্তা আব্দুল আল মামুনসহ আরও অনেক।

সভায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান গন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, সাটুরিয়ার সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়েই আধুনিক সাটুরিয়া বিনির্মানে কাজ করব।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান হিসেবে শাহজাহান আলী, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার নির্বাচিত হন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২৪।

আরো পড়ুুন