ঈদের দিনেও পাটুরিয়া- দৌলতদিয়ায় ২ কিলোমিটার জুড়ে যানজট

শিবালয় প্রতিনিধি, ১  আগষ্ট:

ঈদের দিনেও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ২ কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। নদীতে তীব্র স্রোত ও শুক্রবার অতিরিক্ত যানবাহনের কারনেই শনিবারও যানবাহনের দীর্ঘ সাড়ি রয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকা থেকে ২ কিলোমিটার পযন্ত যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে  যানবাহনের সংখা বাড়ছে। এতে ঈদের দিনেও ঘন্টা পার ঘন্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। যে সব যাত্রীবাহী বাস ঘাট এলাকায় অপেক্ষামাণ রয়েছে সেগুলি মূলত গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে এসেছিল। ঘন্টা পর ঘন্টা যানবাহনে আটকে থেকে শত শত মানুষ ঈদের নামজও আদায় করতে পারেনি।

এদিকে পণ্যবাহী ট্রাক শ্রমিকরা পড়েছে আরো বিপাকে। ৩-৭ দিন পযন্ত ঘাট এলাকা থেকেও ফেরিতে উঠতে পারে নি। শক্রবারসহ বিগত কয়েকদিন ধরে ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস পারা পার করাতে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, এই নৌ রুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে। শনিবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ২ শতাধিক ব্যাক্তিগত যানবাহন, ৫০ যাত্রীবাহী বাস ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য যানবাহনের সাথে সাথে গরুর খালি ট্রাকের  সংখ্যা বাড়ছে ঘাট এলাকায়। ঢাকা- আরিচা মহাসড়কের কি পরিমাণ যানবাহন রয়েছে তা আমাদেও জানা নেই বলেও জানান ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন