ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব- দেলওয়ার হোসাইন

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ মার্চ।

ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও  জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

 

রোববার (২৩ মার্চ) উপজেলার পূর্ব ছনকা যুব সমাজের উদ্দ্যোগে আয়োজিত পূর্ব ছনকা বাইতুন নূর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, কোরআনের শাসন ব্যবস্থা না থাকায় মানুষের স্বস্তি নেই, সমাজের নিরাপত্তা নেই, মানুষের জানমালে কোন নিরাপত্তা নাই। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হলে মানুষের সকল দিকেই শান্তি ফিরে আসবে। ইসলামী অর্থব্যবস্থা চালু থাকলে ধনী এবং গরিবের মধ্যে ভারসাম্য কায়েম হবে।

 

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন আরো বলেন মানিকগঞ্জের সাটুরিয়ায় “১৭ বছর পর বাংলাদেশে আলেম ওলামা জনসম্মুখের ময়দানে কথা বলার সুযোগ পেয়েছে”

 

তিনি আরও বলেন, আমাদের মুখ ছিল কালো কাপড়ে বাধা, মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল হ্যান্ড কাব, পায়ে ডাণ্ডাবেরী। আলেমরা ছিল আয়না ঘরে বন্দি। আলেমরা ছিল জেল খানায়। কুলাঙ্গার, অসৎ, দূর্ণীতিবাজরা ছিল ক্ষমতায়। যারা দেশ, শিক্ষা ব্যবস্থা ও বিচার বিভাগের সর্বনাশ করেছে, অর্থনীতি এবং আইন শাসন সব ধ্বংস করেছে তারা আজ দেশ থেকে পালিয়েছে। যার ফলে আলেমরা আজ কথা বলার সুযোগে পেয়েছে।

এসময় অত্র মসজিদের সভাপতি ও শুরা সদস্য মোঃ রকিব উদ্দিনের সভাপতিত্বে বরাইদ ইউনিয়নের কর্মপরিষদ সদস্য ও সভাপতি মোঃ আব্দুছ ছাত্তারে পরিচালনায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের আমীর মোঃ আবু সাইদ (বিএসসি), সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মজিবুর রহমান, দরগ্রাম ইউনিয়ন আমির মাওলানা মোঃ ইদ্রিস আলীসহ আরও অনেকেই।

 

এসময় বিভিন্ন পেশার অসংখ্য মুসুল্লি উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন এবং ইসলামী আলোচনা শেষে যথাসময়ে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ মার্চ ২০২৫।

আরো পড়ুুন