শিবালয় প্রতিনিধি, ২০ আগষ্ট:
বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের আরিচা – কাজিরহাট ও পাটুরিয়া – রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ে। এ ছাড়া নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় ২২টি এবং আরিচা-কাজির হাট নৌপথে ১১টি লঞ্চ চলাচল করে। বৈরী আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এসব লঞ্চ চলাচল বন্ধ আছে।
পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল বলেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়ার কারনে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকেও লঞ্চ চলাচল শুরু হয় নি। এ নৌরুটে প্রায় ২০ টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে নদীতে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দিনভর যানবাহনগুলিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে শত শত যানবাহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নদী উত্তাল থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশী সময় লাগছে ফেরি পারা পারে।
সকাল থেকেই ছোট বড় মিলে ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করছে। বৃহস্পতিবার বিকাল সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত ব্যাক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে ৫০ টি যানবাহন এবং আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক ও ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ আগষ্ট ২০২০।