সাটুরিয়া প্রতিনিধি, ২০ মে.
জাতীয় শিক্ষা ও সাংস্কৃতি দিবস ২০২২ এ জেলার সাটুরিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
উপজেলায় ১৯টি উচ্চ বিদ্যালয় দুটি কলেজ ও চারটি দাখিল মাদরাসার শিক্ষককে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত প্রশিক্ষণ ও বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে যাচাই বাছাই কমিটি মোঃ আনোয়ার হোসেনকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক ২০২২ হিসাবে নির্বাচিত করেন। পরবর্তীতে মানিকগঞ্জ জেলায় জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য তার প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা অফিসে পাঠান।
মোঃ আনোয়ার হোসেন ১৯৮৭ সালে সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮৯ সালে দেবেন্দ্র কলেজ হতে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেতে ১৯৯৩ সালে অনার্স ও ১৯৯৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মোঃ আনোয়ার হোসেন শিক্ষকতা পাশা পাশি একটি জাতীয় দৈনিকে সাটুরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০২২।