মানিকগঞ্জ সদর প্রতিনিধি, ১৩ অক্টোবর:
বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এটুআই প্রোগ্রাম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সারা দেশের মত মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভিডিও কনফান্সের মাধ্যমে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এতে বক্তব্য রাখেন আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. নূর এ আলম সরকার, আটিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার হোসেন রানা ।
এ সময় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ই-সেবা ক্যাম্পেইনে জানানো হয় বর্তমানে আটিগ্রাম ডিজিটাল সেন্টার থেকে প্রায় ২৭০ ধরনের সরকারি বেসরকারি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য পাসপোর্টের আবেদন ও ফি জমা, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ও ফি জমা, ভ্যাট ও টিন নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স আবেদন, পন্য ক্রয়/বিক্রয়, নতুন ভোটার হওয়ার আবেদন, জাতীয় পরিচয় পত্রের আবেদন ও সংশোধন, হজ্ব প্রাক নিবন্ধন, মেডিকেল ভিসা, ডাক্তারের এপেয়েন্টমেন্ট, বিদেশ গমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন, চাকুরীর আবেদন, জন্ম-মৃত্যু নিবন্ধন আবেদন, বাস-লঞ্চ-ট্রেন-বিমান টিকেট সার্ভিস, বিদ্যুৎ বিল গ্রহণ ইত্যাদি।
আটিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার হোসেন রানা জানান, মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল সেন্টারের ই-সেবাসমূহকে আরো সহজে নাগরিকদের কাছে সহজেই পৌছে দেয়া, ডিজিটাল সেন্টারের প্রচার ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২০২০।