আটরশির ওরশ ও দুই দফা ফেরি বন্ধ থাকায় পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

শিবালয় প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারি:

বৃহস্পতিবার রাতে ঝড় ও বৃষ্টির কারনে দুই দফা ফেরি চলাচল বন্ধ ও ফরিদপুরের আটরশির ওরশের কারনে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী উপ ব্যাবস্থপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, রাতে তীব্র ঝড় ও বৃষ্টির কারনে রাত ১০ টা থেকে ১১ টা এবং রাত ১ টা থেকে আড়াই টা পর্যন্ত আড়াই ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। রাত ১০ টা থেকে সকাল পর্যন্ত নদীতে বাতাস থাকায় ফেরি চলাচল ধীরগতিতে চলে। তাছাড়া আটরশির ওরশের কারনে বাড়তি যানবাহনে নাকাল অবস্থা সৃষ্টি হয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। শুক্রবার সকাল থেকে এ নৌরুটে ছোট বড় মিলে ১৮ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটের যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে, পাটুরিয়া ঘাট ও সড়কে আরও ৫ শতাধিক পণ্য বোজাই ট্রাক, ২ শতাদিক যাত্রীবাহী বাস এবং শতাদিক ছোট গাড়ী ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে।

এ দিকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ী অগ্রাধিকার ভিত্তিত্বে ফেরি পারা পার করায় বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাক চালকরা। ট্রাক চালকরা অভিযোগ করে বলেন, এমন দুর্যোগের সময় ২- ৩ দিন পর্যন্ত আটকে থাকতে হয় ফেরি ঘাটে। এসময় বাড়তি টাকা না দিলে মিলে না, ফেরির টিকিট। আবার অনেক ট্রাক আগে এসে টাকার বিনিময়ে দ্রুত সময়ে ফেরিতে উঠে যায়।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন, বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী উপ ব্যাবস্থপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল। তিনি বলেন, যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানবাহনের সাথে কাচা ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারা পার করা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ ফেব্রুয়ারি ২০২২।

আরো পড়ুুন