সাটুরিয়া প্রতিনিধি, ২৩ অক্টোবর:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগ সরকার হিমালয়ের মত, যার নেতা ছিলেন বঙ্গবন্ধু, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া যাবে না। ধাক্কা দিলে আওয়ামী লীগ এত খুনকো রাজনীতি দল নয়, ধাক্কা দিলে পড়ে যাবে। ধাক্কা দিতে গেলে হাত ভেঙ্গে যাবে, পা ভেঙ্গে যাবে।
তিনি রবিবার বিকালে ধানকোড়া স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে ইউনয়ন আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, আমরা বিএনপি- জামাতের ইতিহাস জানি। তারা বাংলা ভাই সৃষ্টি, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করেছে। তারা রাজাকারদের এমপি মন্ত্রী বানিয়েছিল। এই ধরনের বিএনপি সরকার আবার ক্ষমতায় আসুক আমরা আশা করি না। শেখ হাসিনা আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকা মাকায় ভোট দেবার আহবান করেন।
তিনি আরো বলেন, বিএনপির সাথে এলাকার কোন সম্পর্ক নেই, মাটির সাথে সম্পর্ক নেই, মানুষের সাথে সম্পর্ক নেই, তাহলে আমরা কিভাবে আশা করি তারা ক্ষমতায় গেলে উন্নয়ন করবে ? আমারা ইতোমধ্যে প্রমাণ পেয়েছি তারা কোন কাজ করে না। বরং তারা আজ মিটিং মিছিলের নামে জীবন যাত্রা ব্যাহত করছে। আর আমরা উন্নয়নের রাজনীতি করি। এই কিছু দিনের মধ্যে মানিকগঞ্জে ২ হাজার কোটি টাকার কাজ শুরু হবে।
পরে তিনি ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুল হক এবং কাশেম মন্ডল কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।
এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, ছিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ধাকোড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকসহ আরও অনেকেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ অক্টোবর ২০২২।