সাটুরিয়া প্রতিনিধি, ২৩ জুন:
আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির উদ্যোগে মানিকগঞ্জে বৃক্ষ রোপণ ও গাছের চাড়া বিতরণ করেছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও ৫ শতাধিক গাছের চাড়া বিতরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমতাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা ছাত্ররীগ নেতা কাউসার আহম্মেদ, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শামিম হোসেন, যুবলীগ নেতা মনোয়ার পারভেজ, সমুন আহম্মেদসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুন ২০২০।