মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ ডিসেম্বর:
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ধন্যবাদ জানাই ফকরুল ইসলাম আলমগীরকে, কারন আওয়ামীলীগের নেতা-কর্মীরা সকলে ঘুমিয়ে গিয়েছিল, সেই ঘুম ভাঙ্গিয়ে দিয়েছেন।
তিনি বুধবার বিকেলে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর সভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
মির্জা আজম এমপি আরো বলেন, ২০০৪ সালের খুনীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ দিয়েছে। তারা ঘোষণা করেছে ১০ তারিখ থেকে নাকি দেশ খালেদা জিয়ার নির্দেশে চলবে, খুনী তারেক নাকি বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে নেমে নাকি বঙ্গভবনে যাবে ক্ষমতা দখল করতে। প্রকাশ্যে ষড়যন্ত্রের হুমকি দিয়ে তারা মাঠে নেমেছে। সেই খুনীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, চট্রগামে শেখ হাসিনার সমাবেশ মহাসমুদ্রে পরিনত হয়েছে। আগামী ১০ তারিখ পাশর্^বর্তি উপজেলা ধামরাই, সাভার,আশুলিয়ায় জনসভা দেয়া হয়েছে। সেই সমাবেশে লক্ষ লক্ষ মানেুষের উপস্থিতি ঘটবে। ১১ তারিখে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রত্যেকটি ওয়ার্ড, উপজেলা থেকে লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন এই মাঠে। সেই সমাবেশে উপস্থিত হয়ে আপনারা জানান দিবেন, আগামী২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে মানিকগঞ্জের মানুষ প্রস্তুত। সেই নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনে আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আজকের আওয়ামীলীগ সাংগঠনিক চর্চা থেকে অনেক দূরে সরে এসেছে। যে নতুন কমিটি গঠন করে দেয়া হবে সেই কমিটি আমাদের গঠনতন্ত্র মেনে রাজনীতি করবে।
এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মো. আনোয়ার হোসেন, রিয়াজুল কবীর কাউসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি, এমপি মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে মো. ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার এবং পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ^াস ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহিদুর রহমানের নাম ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ ডিসেম্বর ২০২২।