অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলেকে অর্থদন্ড

শিবালয় প্রতিনিধি, ১৩ আগষ্ট:

জেলার শিবালয় উপজেলায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার তিনশো টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত সাহেলী চক এলাকায় নিষিদ্ধ জালের অভিযান শেষে শিবালয় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

শিবালয় উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৯ ইঞ্চির নিচে ছোট মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন , উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার বিষয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পযন্ত অভিযান চালিয়ে সাহলেী চক থেকে একটি বেড় জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায় ৭ জন জেলেকে ৫ হাজার তিনশো টাকা জরিমানা  ও আদায় করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন